Skip to content

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চীনের বিরুদ্ধে বিক্ষোভ সমবেশ করেছে তিব্বতি সম্প্রদায়ের সদস্যরা।

 

n-y-samakal-5f0c75fc89ed9

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চীনের বিরুদ্ধে বিক্ষোভ সমবেশ করেছে তিব্বতি সম্প্রদায়ের সদস্যরা। শুক্রবার  চীনা কনস্যুলেটের সামনে এ বিক্ষোভ করেন তারা।

এ সময় বিক্ষোভকারীদের ভারতীয় ও মার্কিন পতাকা হাতে নিয়ে চীনবিরোধী স্লোগান দিতে দেখা গেছে। কেউ কেউ ‘গ্লোবাল মুভমেন্ট টু বয়কট মেড ইন চায়না’ ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন। খবর জিভাইফ নিউজের।

এর আড়ে গত সপ্তাহেও ভারতীয় আমেরিকান, তাইওয়ান আমেরিকান ও তিব্বতিরা নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারে চীনবিরোধী বিক্ষোভ করেন।

সম্প্রতি ভারত-চীন সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষের পরে এসব বিক্ষোভ শুরু হয়। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত ও ৭৬ জন আহত হয়।

নিউ ইয়র্কের করোনভাইরাসের প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও এই বিক্ষোভ তিব্বতি সম্প্রদায়ের সদস্য ও তাইওয়ান আমেরিকানদের সঙ্গে কয়েক ডজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সংহতি জানিয়ে অংশ নেন।

%d bloggers like this: